নিজস্ব প্রতিবেদকঃ
ছাত্র-জনতায় গন অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমের পতন ঘটানো হয়েছে ৩৬ জুলাই। কিন্তু খুব সহজে এবং সস্তায় এই বিজয় অর্জিত হয় নাই। হাজারো ছাত্র-জনতার বুকের তাজা রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে এই ২য় স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতার অর্জনকে ধ্বংস করার জন্য এখনো ফ্যাসিস্টদের দোসররা কাজ করে যাইতেছে। বিপ্লবে অংশগ্রহনকারী নিহতের বিচারের জন্য দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে অনেক মামলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সঠিকভাবে কাজ করে যাচ্ছেন আবার আনক মামলায় পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন না করে ফ্যাসিস্টদের রক্ষায় সচেষ্ট রয়েছ!
তেমনিভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি ) ভাটারা থানার মামলা নং- ৩৩/০২, যাত্রাবাড়ি থানার মামলা নং-১৯/০৭/২৪, নিউমার্কেট থানায় মামলা নং মাগন ০৮/০৯/২৪। মামলার এজাহারভুক্ত আসামীরা পুলিশ প্রশাসনের চোখের সামনে দিব্যি বুক ফুলিয়ে ঘুড়ে বেড়াইতেছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তাদের সাথে দেখা করে একসাথে বসে খাওয়াদাওয়াও করতেছে। আর অন্যদিকে ফ্যাসিস্টদের দোষরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাদের জানানো সত্ত্বেও তারা গ্রেপ্তার না করে বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় নষ্ট করতেছে । আসামীরা প্রশাসনের সাথে অনৈতিকভাবে সুসম্পর্ক গড়ে তোলায় মামলার বাদীদের ও স্বাক্ষীদের জীবন নাশের হুমকি প্রদান করে আসতেছে।
নিজেদের জীবন বিপন্ন করে ফাসিস্টদের উৎখাতের লক্ষ্যে জীবন দান করে তার প্রতিদান যদি হয় এখনো ফাসিস্টদের দ্বারা জীবননাশের হুমকি তাহলে এই স্বাধীনতা কিন্তু ব্যার্থ হয়ে যাবে। মানব বন্ধনে উপস্হিত জনতা দেশবাসীর কাছে বিনীত অনুরোধ রেখে বলেন এই ফ্যাসিস্টদের দোষরদের রক্ষায় এখনো যারা সক্রিয় ভূমিকা পালন করতেছে তাদের বিষদাঁত ভেঙ্গে দিয়ে সমূলে উৎখাতের জন্য সরকাকে চাপ প্রয়োগ করুন।
আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ ২৩ মার্চ ২০২৫ ইং তারিখ জাতীয় প্রেসক্লাবের সামনে মামলার বাদী ও তাদের স্বজনরা এক মানববন্ধনের আয়োজন করেন ।
মানব বন্ধনে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন, সকলের দাবি একটাই বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় যারা নিহত হয়েছে, ঐসব মামলার আসামিদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
প্রকাশকঃ ফারজানা , সম্পাদকঃ আলমগীর মন্ডল, যোগাযোগ : ০১৭১১২৯০৯৬১