1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

নিয়ামতপুরে পাড়ইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল  ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাড়ইল ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় 

পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ -১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জি এম কাউসার রতনের এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর বিএনপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন সোনার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার ইসলাম রতন, পাড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান জামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, পাড়ইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ কাউসার, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। পরে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের নেতা তারেক রহমান সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তার পরেও তিনি বলেছেন হিংসা দিয়ে হিংসার জবাব নয়, ভালোবাসা দিয়ে হিংসার জবাব দেওয়া হবে। আগামীদিনে সকল ক্ষমতার অধিকারী হবে জনগণ। জনপ্রতিনিধিরা হবে দেশের মানুষের খাদেম।দখলবাজ ও দুর্নীতিবাজদের এড়িয়ে চলতে হবে। দেশের ছোট বড় সবার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira