1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জসিম চৌধুরী নিলয়ের নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এশিয়ান টিভি’র (নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি) সাংবাদিক মো: নুরুন্নবী চৌধুরী প্রকাশ জসিম উদ্দীন চৌধুরী নিলয় (৪০) ইন্তেকাল করেছেন। নিহত জসিম উদ্দীন চৌধুরী নিলয় উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মরহুম আব্দুল খালেকের তৃতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকার ফকির বাজার নামক স্থানে নিজ মোটরসাইকেলযোগে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, কাজ সেরে বাড়ীতে ফেরার পথে মহাসড়কের ফকির বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস জসিম উদ্দীন চৌধুরীকে সামনে থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযার নামায বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সাংবাদিক নিহতের সংবাদ পেয়ে ফোর্স সহ হাসপাতালে যাই। সুরতহাল ও প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে সাংবাদিক জসিম উদ্দীন চৌধুরী নিলয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও নিহতের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চৌদ্দগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira