রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় চাঁদাবাজি মামলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্য দেয়ায় আব্দুর রাজ্জাক নামক এক নিরীহ ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা টি ঘটেছে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে। আব্দুর রাজ্জাক মন্দিয়াল গ্রামের বাসীন্দা। ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ১৫ নভেম্বর বিকেল চারটার দিকে ভিকটিম মচমইল হাট থেকে ফিরে জ্যোতিনগঞ্জ বাজারে গফুরের স্টলে চা পান করছিলেন।
এর পূর্বে একই দিন সকালে চাঁদাবাজি মামলার বাদী আইয়ুব আলীর মামলায় তদন্তে আসেন বাগমারা থানার এস আই মামুন।
তিনি গোপন ও প্রকাশ্যে তদন্ত করেন। উপস্থিত আব্দুর রাজ্জাক নামক এক ব্যক্তিকে ১০ লক্ষ টাকার চাঁদাবাজি সমন্ধে জানতে চান।
জবাবে তিনি বলেন, ১০ লক্ষ টাকা মনে হয় বাদীর সম্পত্তি নাই। এরপর তদন্ত শেষে মামলার আইও চলে যান।
বিকালে আব্দুর রাজ্জাককে দেখতে পেয়ে ঠাকুরপাড়া গ্রামের আয়ুব আলী, জাকিরুল ইসলাম, শাহাদুল ইসলাম, মাহাবুর হোসেন, পলাশ আলী এবং বিরকয়া উত্তরপাড়ার বাসীন্দা আবু সায়েম বাপ্পি, সিদ্দিক আলী, সিরাজ আলী, শাহাদ আলী অতর্কিত হামলা চালিয়ে ভিকটিম কে রক্তাক্ত জখম করে।
ভিকটিম আব্দুর রাজ্জাক বর্তমানে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সূত্র জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম কে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।
ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। অভিযোগ পেলে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।