1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় জাঁকজমকপূর্ণ পরিবেশে রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । বুধবার ১৩ নভেম্বর ২০২৪ সকাল ১০:০০ টায় নগরীর সিটি হাট এলাকায় অবস্থিত কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সভাপতি ইসহাক মন্ডল ও দর্শনপাড়া কলেজের ইংরেজির শিক্ষক শাহারুল ইসলাম বাহার। সূচনা বক্তব্য রাখেন কলেজের ভূগোল বিভাগের সিনিয়র প্রভাষক মো: আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মাহবুবুল আহসান।
এছাড়া কলেজের বাংলা বিভাগের শিক্ষক মারেফিন হাসনাত খানের সঞ্চালনায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে হুমায়ূন কবির, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মামুন তালহা জোবায়ের এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে মো: সারোয়ার জাহান আল ফাহাদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটি সদস্য এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠনে গত বছরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira