নিজস্ব প্রতিবেদকঃ দেশের রাজনৈতিক ভিন্ন প্রোপটেও নওগাঁর নিয়ামতপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে দিগন্ত প্রসারী কাবে কিছু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আলহাজ¦ আবেদ হোসেন মিলন।
পুষ্পস্তাবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরাসহ অন্যান্য শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলনের সঙ্গে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজাসহ যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।