নিজস্ব প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নওগাঁর নিয়ামতপুরে সড়কে দায়িত্বরত কোন ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্যরা ও শিক্ষার্থীরা।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় দারুণ ভূমিকা পালন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। জনগণও শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা।
রবিবার (১২ আগস্ট) সকালে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা রোভার স্কাউট সদস্য, নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে সকাল ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা বলেন, পুলিশের অবর্তমানে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন রোভার স্কাউট সদস্য ও নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের খাবারের কথা চিন্তা করে আমি নিজ উদ্যোগে খাবার বিতরণ করি। এভাবে সমাজের বিত্তবান ব্যক্তিরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত।