1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

আজহার চৌধুরীঃ ঈদ যত এগিয়ে আসছে বিপণিবিতানে ক্রেতাদের ততই ভিড় বাড়ছে। নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল বাজারে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা ঈদুল ফিতর কে সামনে রেখে প্রস্তুতি নিয়ে কোমর বেঁধে নেমেছে কাপড়, রকমারি ডিজাইনের পোশাক, টেইলার্স, প্রশাধনী ব্যবসায়ীসহ নামি-দামি শপিং মল, ফ্যাশন হাউজগুলোতে। ক্রেতাদের আকৃষ্ট করতে মার্কেটগুলো করা হয়েছে আলোকসজ্জায় সজ্জিত। তবে নিত্যপণ্যের ক্রয়ক্ষমতা থাকার ফলে ক্রেতারা এবার ঈদে হাত খুলে কেনাকাটা করতে পারছেন এই মধইল বাজারে।
পত্নীতলা উপজেলার মধইল বাজারে অবস্থিত বিপণিবিতানগুলোতে পোশাক থেকে শুরু করে প্রশাধনী, জুতা, গহনা, ঘরের অন্দরসজ্জা সামগ্রী, ক্রোকারিজ ও ইলেকট্রনিক জিনিসপত্রসহ বিভিন্ন পণ্য কিনতে ক্রেতারা ভিড় করছেন। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ক্রেতারা বিপণিবিতানে এসে ঈদের কেনাকাটাতে ব্যস্ত সময় পার করছেন।
রবিবার সকালে মধইল বাজারে বিপণিবিতান ঘুরে দেখা গেছে বিভিন্ন শ্রেণি পেশার ক্রেতা শাড়ি, লুঙ্গি, শিশু পোশাকের দোকানসহ গার্মেন্টস দোকানে তিল ধারণের ঠাঁই নেই। এমনকি ফুটপাতের দোকানগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা কেনাকাটায় ব্যস্ত। চৈত্রের প্রচুর- গরম উপেক্ষা করে ক্রেতারা প্রিয়জনের ঈদের পোশাক কিনতে এ দোকান সে দোকানে ভিড় করছেন।
দোকানিরা ক্রেতার পছন্দ মাথায় রেখে আলিয়া কাট, আরিগ্রাউন্ড, ইন্ডিয়ান গ্রাউন্ড, নাইরা কাট, সারারা, গাড়ারা ও পাকিস্তানি গাউন বেশি চলছে। এর মধ্যে ক্রেতাদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে নারীদের ‘আলিয়া কাট’ আর ‘নাইরা কাট’ জামা। এ ছাড়া বাচ্চাদের পোশাক, বিশেষ করে বিভিন্ন নকশার পাঞ্জাবীতেও রয়েছে সমান আকর্ষণ।
ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়।
মধইল বাজারে দর্জির দোকানগুলোর কারিগররা সবাই ব্যস্ত। কেউ করছে সেলাই, কেউ বোতাম লাগানোয়, কেউ কাপড় কাটায়, আবার কেউবা ইস্ত্রি করে অর্ডার বুঝিয়ে দেওয়ার জন্য তৈরি জামা-কাপড় সাজিয়ে রাখছেন। দর্জিপাড়ার এমন চিত্র দেখলে মনে হবে এ যেন সুই-সুতার বিরামহীন যুদ্ধ।
মেয়েকে নিয়ে গ্রাম থেকে আসা এক ক্রেতা হেলাল চৌধুরী বলেন, সব জিনিসপত্রের সাথে পাল্লা দিয়ে বেড়েছে কাপড়ের দাম। জামা কাপড়ের দাম অনেক বেশি। গতবছরের চেয়ে এবার দ্বিগুণ বেশি দামে পোশাক বিক্রি হচ্ছে। মেয়ে বায়না ধরেছে এজন্য যত কষ্টই হোক না কেন, মেয়েকে নতুন পোশাক কিনে দিতেই হবে।
মধইল বাজারে হাজী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী গোলজার হোসেন বলেন, সকল বয়সী শিশুদের বিভিন্ন ডিজাইন ও রঙিন জামা নিয়ে দোকান সাজিয়েছি। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ক্রেতারা দোকানে আসতে শুরু করেছে। আশা করছি বিগত বছরগুলোর চেয়ে এবার ব্যবসা ভালোই হবে।
মধইল বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী শুভ তালুকদার বলেন,প্রতিটি দোকানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী মালামাল তোলা হয়েছে। গত বছরের চেয়ে এবার ঈদে ভালোই বেচাকেনা হচ্ছে। তবে সব ধরনের নিত্যপণ্যের দাম তুলনামূলক বেড়ে যাওয়ায় মানুষ একটু হিসাব করে চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira