1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

কেন্দুয়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এঁর সভাপতিত্বে এবং সান্দিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম ও বিজয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওমীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা -৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের সাংসদ অসীম কুমার উকিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, হেড অব দ্য ডিপার্টমেন্ট মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল ডাঃ সুকন্যা প্রীতি উষা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ভাস্কর চন্দ্র তালুকদার,সান্দিকোনা ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম খান,সান্দিকোনা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল,সান্দিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সাধারণ মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আলতাবুন্নেছা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্র ছাত্রী, অভিভাবক,সুধী সমাজ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটাতে হবে এবং মাদক প্রতিরোধে সকলের সচেতনতা কামনা করেন তিনি।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তা না হলে বাংলাদেশের এই উন্নয়নের ধারা ব্যহত হবে।
উল্লেখ্য এই স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি ৩০ জুন ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে এবং বাচ্চাদের দুধ পান করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira