অদ্য ০৭ মে ২০২৩ তারিখ মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয় খুলনা রেঞ্জ এবং সংশ্লিষ্ট রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। অদ্য ১০৩০ ঘটিকায় সম্মানিত মহাপরিচালক খুলনা রেঞ্জ কার্যালয়ে উপস্থিত হলে রেঞ্জ কর্তৃক গার্ড সালাম প্রদান করা হয়। পরবর্তীতে রেঞ্জের কনফারেন্স কক্ষে ডিজি খুলনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ব্রিফিং প্রদান করেন রেঞ্জ এবং জেলা আভি কার্যালয়ের বিভিন্ন স্হাপনা পরিদর্শন ও পরিদর্শন বইতে স্বাক্ষরের মধ্য দিয়ে দিনের প্রথম পর্বের পরিদর্শনের সমাপ্তি হয়। খুলনা রেঞ্জ কার্যালয় পরিদর্শন শেষে ডিজি মহোদয় ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাহীপুর,রূপসা উপস্থিত হলে ব্যাটালিয়ন কর্তৃক গার্ড সালাম প্রদান করা হয়। দরবার শেষে অত্র ব্যাটালিয়নের অস্ত্রাগার,মুজিব কর্ণারসহ বিভিন্ন স্হাপনা পরিদর্শন করেন। দরবারে মহাপরিচালক ব্যাটালিয়নের সৈনিকদের আভিযানিক এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে,মহাপরিচালক খুলনা রেঞ্জ এর বিভিন্ন ইউনিট পরিদর্শনের জন্য গতকাল ০৬ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে যশোর আনসার ও ভিডিপি কার্যালয়ে পৌছান।গতকাল যশোর আভি কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে ডিজি খুলনা রেঞ্জ পরিদর্শনের কার্যক্রম শুরু করেন।এসময় উপ-মহাপরিচালক খুলনা রেঞ্জ, সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়ক, জেলা কমান্ড্যান্টসহ উপপরিচালক প্রশাসন, উপপরিচালক অপারেশন উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ ফারজানা , সম্পাদকঃ আলমগীর মন্ডল, যোগাযোগ : ০১৭১১২৯০৯৬১